নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে মাইক্রো বাস ও অটো রিক্সার সংঘর্ষে অটো রিক্সার যাত্রী মা ও শিশু কন্যার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার লালপুর-বাঘা আঞ্চলিক মহাসড়কের জামতলা তিনখুটি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হল, উপজেলার উধনপাড়া গ্রামের মাহাবুব আলমের স্ত্রী রুবিনা খাতুন ও তাদের ৩ বছর বয়সী শিশু কন্যা রোকেয়া সুলতানা।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ ও স্থানীয়রা জানান, সকালে মাহাবুব আলম তার স্ত্রী ও শিশু কন্যাকে নিয়ে রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায় চিকিৎসা নিতে। চিকিৎসা নিয়ে একটি অটো রিক্সায় চড়ে দুপুরে লালপুরে ফিরছিলেন তারা। এ সময় লালপুর থেকে বাঘা গামী দ্রুত গতির একটি মাইক্রোবাসেরর সাথে অটো রিক্সাটির সংঘর্ষ হয়। সংঘর্ষে অটো থেকে ছিটকে পড়ে যায় শিশুটি সহ তার মা ও বাবা। এতে ঘটনাস্থলেই শিশু কন্যা সহ তার মা মারা যায়। তবে শিশুটির বাবা মাহাবুব আলম সুস্থ্য রয়েছে। ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুইটি উদ্ধার করে এবং মাইক্রোবাসটি জব্দ করেন। তবে মাইক্রোবাসের চালক পালিয়ে যায়।