নাটোরের লালপুরে মোটরসাইকেল গ্যরেজে রাখাকে কেন্দ্র করে নাজমুল হোসেন নামের এক যুবককে ছুড়িকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে গ্যারেজ মালিক ও তার সহযোগীদের বিরুদ্ধে। আজ শনিবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের নান্দরায়পুর গ্রামের বটতলায় এই ঘটনা ঘটে। নিহত নাজমুল হোসেন এই গ্রামের আজিজ হোসেনের ছেলে।
নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম ও স্থানীয়রা জানান,নাজমুল তার মোটর সাইকেল নিয়ে বটতলা এলাকার জিয়ার মোটর সাইকেল গ্যারেজের সামনে যায়। এ সময় গ্যারেজের কর্মচারীরা নাজমুলকে মোটর সাইকেল গ্যারেজ করতে বলে। এনিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। এ সময় গ্যারেজ মালিক জিয়া সহ অজ্ঞাত ৪/৫ জন ব্যক্তি নাজমুলের সাথে তর্ক শুরু করে। তর্ক-বিতর্কের এক পর্যায়ে জিয়ার হাতে থাকা চাকু দিয়ে নাজমুলকে এলোপাথারি আঘাত করে। এতে নাজমুল রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। খবর পেয়ে নাজমুলের আত্মীয়-স্বজন তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনার পর গ্যারেজ মালিক জিয়া ও তার সহযোগীরা পালিয়ে যায়। তাদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।