নাটোর রাজশাহীর বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আহমেদ নাটোরের লালপুরে নিজ গ্রামে ক্ষমতার প্রভাব খাটিয়ে সরকারী জমিতে পুকুর খনন করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে গ্রামবাসী। মঙ্গলবার উপজেলার বিলশলিয়া বটতলায় এ কর্মসুচি পালন করেন গ্রামবাসী। এ সময় তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে বক্তরা বলেন, বিলশালিয়া অত্যন্ত ঐতিহ্যবাহী একটি বিল যেখানে হাজার হাজার বিঘা জমিতে ফসল উৎপাদন হয়। বিলের মধ্যে বটতলা এলাকায় একটি ব্রিজ রয়েছে। সেই ব্রিজের নিচ দিয়ে পানি প্রবাহ থাকে। সেই বিলশলিয়া বিলে পানি প্রবাহের মুখ বন্ধ করে সরকারী জমি দখল করে অবৈধ পুকুর খনন করেন রাজশাহীর বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আহমেদ। এতে করে বর্ষা মৌওসুমে বিলশলিয়া বিলসহ আশে পাশের আবাদি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হবে।
এবিষয়ে তাদের বলতে গেলে দখলকারীরা গ্রামবাসীর বিরুদ্ধে মামলা করার হুমকি প্রদান করেন। দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন গ্রামবাসী। পরে গ্রামবাসী এলাকায় একটি বিক্ষোভ করেন। অভিযোগের ব্যাপারে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আহমেদ লিংকন জানান, এটি তাঁর পৈত্রিক সম্পত্তি। তার পিতা এই পুকুর খনন করেছেন। তিনি এ ব্যাপারে কিছু বলতে পারবেন না। এছাড়া তিনি গ্রামবাসীর সাথে কোন খারাপ আচরণ করেন নাই।