নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে স্কুল ছুটির পর বাড়ীতে ফেরার পথে ইমা খাতুন নামে ৩য় শ্রেনীর এক শিশু শিক্ষার্থী মাইক্রোবাস চাপায় নিহত হয়েছে। আজ বুধবার দুপুর দেড় টার দিকে উপজেলার লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের তিলকপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইমা উপজেলার ভাটাগ্রামের ইমরান হোসেনের মেয়ে ও চামটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রফিকুল ইসলাম ও স্থানীয়রা জানান, দুপুরে স্কুল ছুটির পর সহপাঠীদের সঙ্গে বাড়ী ফেরার জন্য বের হয় ইমা। বিদ্যালয়ের পাশে ঈশ্বরদী থেকে লালপুর গামী দ্রুত গতির একটি মাইক্রোবাস শিশু শিক্ষার্থীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই শিক্ষার্থী মারা যায়। পরে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে শিশুটির বাড়ীতে নিয়ে যায়।