নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে ৪ ইমো হ্যাকারকে আটক করেছে র্যাব-৫এর সদস্যরা। বুধবার রাত সাড়ে ১২ টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো উপজেলার ভেল্লাবাড়িয়া রামকৃষ্ণপুর এলাকার শফিকুল ইসলামের ছেলে তন্ময় আলী, মহারাজপুর এলাকার আশরাফ প্রামাণিকের ছেলে সোহেল আলী, আফাজ আলীর ছেলে রুহুল আমিন এবং জোতগাড়ী গ্রামের সন্তোষ সরকারের ছেলে সৌরভ সরকার। আজ বৃহস্পতিবার দুপরে র্যাব-৫ এর নাটোর ক্যাম্প থেকে এ তথ্য জানানো হয়।
র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২ নাটোর ক্যাম্পের ডেপুটি কমান্ডার সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলামের নেতৃত্বে র্যাবের একটি অপারেশনাল দল গতকাল বুধবার রাতে উপজেলার ভেল্লাবাড়িয়া মাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম “ইমো” হ্যাকিং করে বিকাশের মাধ্যমে প্রতারণাপূর্বক অর্থ হাতিয়ে নেওয়ায় তম্ময় আলী, সোহেল আলী, রুহুল আমিন এবং সৌরভ কুমার সরকারকে আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতদেও দেওয়া তথ্য থেকে র্যাব জানতে পারে যে, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের“ইমো” ব্যবহারকারীদের ইমো হ্যাক করে এবং পরবর্তীতে ভিকটিমের পরিচিতজনদের নিকট থেকে প্রতারণাপূর্বক অর্থ হাতিয়ে নিয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করে লালপুর থানায় হস্তান্তর করা হয়ছে।