নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুর থেকে ৮ কেজি সহ এক নারী সহ ৭ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ বুধবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার চং ধুপইল ইউনিয়নের পোকন্দা গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে গাঁজা সহ তাদের আটক করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে লালপুর থানায় সোপর্দ করা হয়। নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চং ধুপইল ইউনিয়নের পোকন্দা গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ওই গ্রামের মৃত গাফ্ফার প্রাং এর ছেলে বাচ্চু মিয়ার বাড়ীতে গাঁজা বিক্রির সংবাদ পাওয়ার পরে সেই বাড়ীতে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদক দ্রব্য বিক্রয়ের সাথে জড়িত থাকায় সেখান থেকে এক নারী সহ ৭ জনকে আটক করা হয়। আটককৃতরা হল, পোকন্দা গ্রামের মৃত গাফ্ফার প্রাং এর ছেলে মোঃ বাচ্চু মিয়া, মোঃ বাচ্চু মিয়ার স্ত্রী মোসাঃ আদরী বেগম, বাচ্চু মিয়ার ছোট ভাই বজলু মিয়া,বজলু মিয়ার ছেলে আলামিন হোসেন,গোসাইপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মোস্তাক আহম্মেদ, বাঁশবাড়িয়া (মিল্কিপাড়া) গ্রামের হোসুর ছেলে হাসান আলী ও কুড়িগ্রাম জেলার ফুলবাড়িয়া থানার অনন্তপুর গ্রামের মৃত হযরত আলীর ছেলে আবুল কাশেম।
আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা দীর্ঘ দিন ধরেই আইন শৃংখলা বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে তা নাটোর সহ বিভিন্ন জেলায় বিক্রি করতো। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে লালপুর থানায় সোপর্দ করা হয়েছে। আগামিকাল বৃহস্পতিবার তাদের আদালতে প্রেরণ করা হবে।