নাটোর প্রতিনিধি:
১০টি হাইফ্লো পয়েন্ট সহ নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল আক্সিজেন প্ল্যান্ট উদ্বোধন করেন। একই সাথে করোনা সহ জটিল রোগীদের জন্য হাসপাতালটিতে একটি আধুনিক মানের এ্যাম্বুলেন্স প্রদান করা হয়।
এ সময় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জননেত্রীর নির্দেশনা মোতাবেক উপজেলা প্রশাসন ও তার নিজস্ব অর্থায়নে সাড়ে আট লাখ টাকা ব্যয়ে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করা হলো। একই সাথে সরকারী বরাদ্ধকৃত এ্যাম্বুলেন্স প্রদান করা হলো। এতে করে হাসপাতালে আগত রোগীরা ভাল স্বাস্থ্যসেবা পাবে। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. শাহাব উদ্দিন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার, হাসপাতালের আরএমও ডা. শামীম আহমেদ,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল রহমান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।