নিজস্ব প্রতিবেদক:
নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান ৩৪৭৯৭ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম ৩১৮৫৩ ভোট পেয়েছেন।
জেলা রির্টানিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখ জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৮ টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নাটোরের সিংড়া, নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। একটানা বিকাল ৪ টা পর্যন্ত চলে ভোট গ্রহন। ভোট গ্রহন শেষে গননা করে রাত পৌনে ১১ টার দিকে ফলাফল ঘোষনা করা হয়। এছাড়া নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয় দেলোয়ার হোসেনকে।