নাটোরে কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও সাংবাদিকদের ব্যক্তিগত ক্যামেরা সহযোদ্ধাদের ঈদ উপহার দিয়েছে পুলিশ সুপার লিটন কুমার সাহা। আজ শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদেন আমন্ত্রন জানিয়ে তার নিজস্ব তহবিল থেকে তিনি নিজে উপহার সামগ্রীগুলো সাংবাদিকদের হাতে তুলে দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়াটার) আসাদুজ্জামান আসাদ,সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত।
উপহার সামগ্রী নাটোর প্রেসক্লাবের সাধারন সম্পাদক বাপ্পী লাহিড়ীর হাতে তুলে দেওয়ার সময় তিনি বলেন, তিনি অনেক জেলায় চাকুরী করেছেন কিন্তু নাটোরের সাংবাদিকদের মত সাংবাদিক কমই দেখেছেন। অনেক সময় তারা সাংবাদিকদের কাছ থেকে তথ্য পেয়ে সমাজের অনেক খারাপ কাজ ধ্বংস করতে পেরেছেন। অনেক অপরাধ বা অপরাধীর বিষয়ে তথ্য পেয়ে অভিযান করে অপরাধ রুখতে সক্ষম হয়েছেন। তিনি আরো বলেন বর্তমান সময়ে নাটোরের সাংবাদিকগন যেভাবে মানুষের পাশে থেকে মানুষের সেবা সহ সমাজের অনিয়ম দূর্ণিতী মিডিয়ায় প্রকাশ করেছে তাতে করে সমাজ অনেক উপকৃত হয়েছে। করোনা দূর্যোগেও নাটোর থেকে ত্রানের চাল চোর ধরা হয়েছে আর এগুলো সবই সম্ভব হয়েছে সাংবাদিকদের সহযোগীতার ফলে। তিনি মনে করেন নাটোরকে সুন্দর করে সাজাতে সাংবাদিকরা অগ্রনি ভুমিকা পালন করছেন।
এছাড়াও তিনি বলেন নাটোরের সাংবাদিকদের কাজে মুগ্ধ হয়ে তিনি পুলিশ সুপার হিসেবে নয় শুধুমাত্র লিটন কুমার সাহা হিসেবে সাংবাদিকদের সম্মানে ঈদ উপহার দিয়েছেন। এটা প্রশাসন বা পুলিশ সুপারের উপহার নয়। একজন লিটন কুমার সাহার উপহার। সাংবাদিকদের উপহার দিতে পেরে এবং সাংবাদিকগন তার উপহার গ্রহন করায় তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি আরো বলেন চাকুরীর ক্ষেত্রে তিনি একদিন নাটোর ছেড়ে অন্য কোন জেলায় চলে যাবেন তবুও নাটোরের সাংবাদিক সমাজ সহ নাটোরবাসীর কথা মনে রাখবেন। হয়তো মোবাইল ফোনে নাটোরবাসীর সাথে যোগাযোগও রাখবেন তিনি।