নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় আত্রাই নদীর পানিতে ডুবে আজমাইল ইফতেদার গালিফ নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে সিংড়া উপজেলার মহেষচন্দ্রপুর গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। শিশু আজমাইল ইফতেদার গালিফ সদর উপজেলা ধারাইল গ্রামের রেজাউলের ছেলে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম ও নিহত শিশুর পরিবারের সদস্যরা জানান, শিশু আজমাইল ইফতেদার গালিফ তার মায়ের সাথে মামার বাড়ীতে বেড়াতে আসে। মঙ্গলবার সকাল মামার বাড়ীর পিছনে আত্রাই নদীর ধার দিয়ে হাটছিলো আজমাইল ইফতেদার গালিফ। হাটতে গিয়ে অসাবধানতাবসত পা পিছলে নদীর পানিতে পড়ে যায় শিশুটি। ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে শিশুকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু গালিফকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও শিশুর পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় শিশুর মরদেহটি ময়না তদন্ত ছাড়াই নিজ বাড়ীতে নিয়ে গিয়ে দাফনের জন্য বলা হয়েছে।