নিজস্ব প্রতিবেদক:
আগুন নিভাতে গিয়ে নাটোরের সিংড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে জগদীশ কুমার নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো তিন জন। বুধবার রাত ১০ টার দিকে উপজেলার ইটালী ইউনিয়নের কুমগ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত জগদীশ একই গ্রামের সুরেশ্বর চন্দ্রের ছেলে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ইটালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ জানান, রাত ১০ টার দিকে উপজেলার কুমগ্রাম বাজারে আব্দুর রাজ্জাক হুজুরের তালাবদ্ধ দোকান ঘরে আগুন লাগে। আগুন দেখে জগদীশ কুমার সহ স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করে। আগুন নিভানোর এক সময় সেই দোকান ঘরের ভিতরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে সিলিন্ডারের লোহা ছিটকে এসে জগদীশের মাথায় আঘাত লাগে। এতে ঘটনাস্থলে জগদীশের মৃত্যু হয়। এ সময় আহত হয় আরো তিনজন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষনে আরো তিনটি দোকান ঘর পুড়ে যায়। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেনি ফায়ার সার্ভিস সদস্যরা। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান মিজান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,মরদেহটি উদ্ধার করা হয়েছে।