নাটোরের সিংড়ায় ট্রাক ও সিএনজির সংঘর্ষে তুষার আলী নামে একজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো দুইজন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত তুষার আলী নাটোর শহরের কানাইখালী মহল্লার ইয়াদত আলীর ছেলে। আজ সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে নাটোর-সিংড়া মহাসড়কের শেরকোল এলাকায় নির্মাণাধীন আইসিটি পার্কের সামনে এই দূর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, নিহত তুষার আলী নাটোর থেকে সিএনজি যোগে সিংড়ায় তার কর্মস্থলে যাচ্ছিল। পথে নাটোর-সিংড়া মহাসড়কের শেরকোল এলাকায় নির্মাণাধীন আইসিটি পার্কের সামনে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তুষার আলী ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় সিএনজির চালকসহ আরো দুইজন আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে প্রেরণ করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহতদের শারীরিক অবস্থার অবনতি হলে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। নাটোরের ঝলমলিয়া হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ রেজওয়ান আহমেদ বলেন তিনি এমন কোন দুর্ঘটনার সংবাদ পায়নি।
এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর এ আলম বলেন তিনি দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। তার আগেই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে এবং পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।