নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তৃষা রানী স্কুল শিক্ষার্থী মেয়ের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে বাবা তাপস কুমার। আজ সোমবার সকালে নাটোরের সিংড়ার নাটোর-বগুড়া মহাসড়কের নিংগইন এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় ট্রাকটি আটক করতে পারলেও ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে। নিহত তৃষা রানী বাগাতিপাড়া উপজেলার জামনগর চাপাপুকুর গ্রামের তাপস কুমারের মেয়ে ও স্থানীয় স্কুলের ৮ম শ্রেনীর ছাত্রী।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম ও স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেল যোগে সিংড়ায় এক আত্মীয়র বাড়ী থেকে নিজ বাড়ি বাগাতিপাড়ায় ফিরছিল। পথে নিংগইন এলাকায় মহাসড়কের খানাখন্দে মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের ওপর পড়ে যায়। এ সময় বগুড়া থেকে নাটোরগামী মাল বোঝাই একটি ট্রাক পিছন দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তৃষা রানীর মৃত্যু হয় এবং আহত হয় তৃষার বাবা তাপস কুমার। ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে ট্রাকটি আটক করে পুলিশে খবর দেয় এবং আহত তাপস কুমারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি তাদের হেফাজতে নেয়। ট্রাকটি আটক করলেও ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছেন। তাদের আটকের জন্য পুলিশ কাজ শুরু করেছে।