নিজস্ব প্রতিবেদক:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শে গঠিত আওয়ামী লীগের নেতা কর্মীরা জনগণের জন্য নিবেদিত প্রাণ। আজ বুধবার সিংড়া উপজেলার ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ শুভেচ্ছা উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ কালে তিনি এসব কথা বলেন। একই সময় ৩৭ জন স্মার্ট নারী উদ্যোক্তাদের মাঝে ৫০ হাজার টাকা করে ১৮ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।