নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের সিংড়ায় গরু বোঝাই নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক মোয়াজ্জেম আলী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলার দূর্গাপুর-রানীহাট সড়কের কড়ইতলা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত মোয়াজ্জেম আলী বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের পাঁচদেউলি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ও স্থানীয়রা জানান, উপজেলার সুকাশ ইউনিয়নের দুর্গাপুর-রানীরহাট সড়কের কড়ইতলা ব্রিজের পাশে বগুড়ার চান্দাইকোনাগামী একটি গরু বোঝাই নসিমনের সাথে বিপরিতমুখি একটি মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর জখমপ্রাপ্ত হয় মোটরসাইকেল চালক যুবক মোয়াজ্জেম আলী। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এদিকে ঘটনার পরই নসিমন চালক পালিয়ে যায়।