নাটোর প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় পানিতে ডুবে সামিউল ইসলাম নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার সকাল দশটার দিকে উপজেলার একলাশপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সামিউল একই গ্রামের তানভীর হোসেনের ছেলে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর ই আলম সিদ্দিকী জানান, বাড়ির পাশে খালের উপর নির্মিত বাঁশের সাঁকো পার হবার সময় অসাবধানতা বশত সামিউল পানিতে পড়ে যায়। এসময় অপর এক শিশু তা দেখতে পেয়ে দৌড়ে গিয়ে সামিউলের বাড়িতে খবর দেয়।
খবর পেয়ে স্বজনরা গিয়ে সামিউলকে পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।