নাটোরের সিংড়ায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক জয়নাল মন্ডলের মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুরে উপজেলার চৌগ্রাম-কালিগঞ্জ সড়কের স্থাপনদিঘী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত জয়নাল নাটোর শহরের বন বেলঘড়িয়া শিবপুর এলাকার জালাল উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান দুপুরে জয়নাল মোটরসাইকেলযোগে তার শ্বশুর বাড়ি উপজেলার মুষ্টিগর গ্রাম থেকে নিজ বাড়ি নাটোর শহরের বন বেলঘড়িয়া শিবপুরে যাচ্ছিলেন।
এ সময় পথে স্থাপনদিঘী এলাকায় এক প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় । এতে জয়নাল সড়কের ওপর ছিটকে পড়ে ড়িয়ে গুরুতর আহত হয়। ঘটনাটি এলাকাবাসী দেখতে পেয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাইভেট কার এবং মোটরসাইকেলটি উদ্ধার করে উপজেলার কালিগঞ্জ পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।