নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় চলনবিলে বাবার সাথে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে আরমান হোসেন নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আরমান উপজেলার কৃষ্ণনগর গ্রামের আলামিনের ছেলে। আজ শনিবার উপজেলার কৃষ্ণনগর গ্রামে এই ঘটনা ঘটে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রফিকুল ইসলাম ও এলাকাবাসীরা জানান, সকালে শিশু আরমান হোসেনকে সাথে নিয়ে তার বাবা আলামিন নৌকায় করে চলনবিলে শাপলা ফুল তুলতে যায়। নৌকায় বসে বিলের পানি থেকে ফুল তুলতে গিয়ে নৌকা থেকে পানিতে পড়ে যায় আরমান। সাথে সাথে আরমানের বাবা পানিতে ঝাপ দিয়ে আরমানকে খুঁজতে থাকে। কিন্তুর বিলে স্রোত থাকায় সে তার ছেলেকে খুঁজে পায়না। পরে ঘটনাটি স্থানীয়রা জানতে পেয়ে তারাও বিলে নেমে আরমানকে খুঁজতে শুরু করেন। খোঁজাখুজির এক পর্যায়ে প্রায় ৩০ মিনিট পর আরমানের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। সংবাদ পেয়ে নিহত শিশুর বাড়ীতে পুলিশ পাঠানো হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে শিশুটির পরিবার ও স্বজনদের কোন অভিযোগ না থাকায় শিশুর মরদেহটি দাফনের জন্য অনুমতি দেওয়া হয়। দুপুরের শিশুটির দাফন সম্পর্ন করা হয়।