নাটোর প্রতিনিধি:
বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে নাটোরের সিংড়া উপজেলা ভূমি অফিস ও থানা পরিদর্শন করেন নাটোর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শামীম আহমেদ। সোমবার দুপুরে তিনি সিংড়া থানার গুরুত্বপূর্ণ রেজিস্টারগুলো পরিদর্শন করেন। এ সময় থানার পরিদর্শন রেজিস্টারে তিনি মন্তব্য করেন। এর আগে সিংড়া পৌঁছলে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম প্রমুখ। এরপর জেলা প্রশাসক পৌর ভূমি অফিস, তাজপুর ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন।