নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় মহাসড়ক থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। আজ ভোরে উপজেলার জোলারবাতা এলাকায় নাটোর-বগুড়া মহাসড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নাটোরের ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জামিল হাসান জানান, ভোরে সিংড়া উপজেলার জোলারবাতা এলাকায় মহাসড়কে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে হাইওয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে তাদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে মরদেহটি হাইওয়ে ফাঁড়ীতে নিয়ে এসে সুরৎহাল প্রতিবেদন তৈরি করে এবং সকালে ময়না তদন্তের জন্য মরদেহটি নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। নিহত নারীর পরিচয় শনাক্ত করতে ফিঙ্গার প্রিন্ট সহ আলামত সংগ্রহ করা হয়েছে এবং কাজ চলমান রয়েছে।