নিজস্ব প্রতিবেদক:
বগুড়ার মহাস্থানপড়ে বেড়াতে গিয়ে বেড়ানো শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাব্বি হোসেন (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সিংড়া উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের নিংগইন এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত যুবক রাব্বি হোসেন রাজশাহীর পুঠিয়া উপজেলার ফরিদ উদ্দিনের ছেলে। সে পেশায় একজন কৃষক।
নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রতিবেশী ছয় বন্ধুর সাথে মোটরসাইকেল নিয়ে বগুড়ার মহাস্থানগড়ে বেড়াতে যায় তারা। ঘুরে বেড়ানো শেষে মোটরসাইকেল চালিয়ে বাড়িতে ফিরছিল তারা। ফেরার পথে নিংগইন এলাকায় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের সাথে ধাক্কা লেগে বিলের পানিতে পরে নিখোঁজ হয় যুবক রাব্বি। পরে অনেক খোঁজাখুঁজির পর রাত ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আকবর আলী মোটরসাইকেল দুর্ঘটনায় রাব্বি হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।