নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় সড়কে চলাচল করা যানবাহন থেকে শ্রমিক লীগের অতিরিক্ত চাঁদাবাজীর প্রতিবাদে অস্ত্র হাতে বিক্ষোভ মিছিল করেছে যুবলীগের নেতা কর্মিরা । আজ শুক্রবার দুপুরে উপজেলার সিংড়া বাস স্ট্যান্ড এলাকায় সিংড়া পৌর যুবলীগের সভাপতি লাবু হাসান জনির নেতৃত্বে দেশীয় অস্ত্র হাতে এই বিক্ষেভ মিছিল করা হয়। এ সময় বিক্ষোভকারীরা শ্রমিক লীগের অফিসের সাইন বোর্ড ব্যানার ছিড়ে ফেলে। বিক্ষোভকারীরা বলেন সিংড়ায় কোন চাঁদাবাজী করা চলবে না। এইটা আওয়ামীলীগের ঘাটি। এখানে কেউ চাঁদাবাজী করলে তাদের ধরে জবাই করার হবে বলে শ্লোগান দেয়।
এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বলেন, বাস স্ট্যান্ড এলাকায় একটি বিক্ষোভের সংবাদ পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। তবে সেখানে অস্ত্র নিয়ে কোন বিক্ষোভ করার খবর তার জানা নাই। শ্রমিক সংগঠনের নেতাদের মধ্যে উত্তেজনা হয়েছিল পরে পুলিশ তা স্বাভাবিক করে।