নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে রয়েছেন দেলোয়ার হোসেন। আগামিকাল মঙ্গলবার তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারীভাবে নির্বাচিত ঘোষণা করা হবে। আজ সোমবার নির্ধারিত সময় বিকেল ৪টায় মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ সময়ে এই তথ্য দেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখ। এছাড়াও নাটোর সদর উপজেলায় একজন চেয়ারম্যান প্রার্থী ও নলডাঙ্গা উপজেলায় একজন নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখ বলেন, মনোনয়ন পত্র প্রত্যাহারের নির্ধারিত সময়ে নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে একজন,সিংড়ায় একজন ও নলডাঙ্গায় এক মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। এখন নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এক প্রার্থী দেলোয়ার হোসেনের মনোনয়ন পত্র বৈধ হিসেবে রয়েছে। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে ৩ জন,মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নাটোর সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন,ভাইস চেয়ারম্যান পদে ৬ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৯ জন,ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ায়ম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। আগামিকাল সিংড়া উপজেলা পরিষদ নির্বানে একক প্রার্থীকে বেসরকারীভাবে সিদ্ধান্ত জানানো হবে।
উল্লেখ্য,গতকাল রবিবার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখ বরাবর মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন প্রতিমন্ত্রী পলকের আপন শ্যালক লুৎফুল হাবিব রুবেল। তিনি প্রত্যাহার করার পর সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে রয়েছেন দেলোয়ার হোসেন।