নাটোর-৩ সিংড়া আসনে প্রচারণায় ব্যাস্ত নৌকার মুল প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম শফিক। নাটোর ৩ আসনের মোট ভোটার সংখ্যা ৩,০৮,৮০০ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১,৫৫,৪৩১ জন। নারী ভোটার সংখ্যা ১,৫৩,৩৬৭ জন। হিজরা ভোটার ২ জন। আজ রবিবার বেলা ১১ টা থেকে তিনি তার আসনের বিভিন্ন এলাকায় নেতা-কর্মী সমর্থকদের নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নির্বাচিত হলে এলাকার বিভিন্ন উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন তিনি ভোটারদের কাছে। এ সময় তিনি অভিযোগ করে বলেন, প্রচারণা শুরুর প্রথম থেকে দল, মত, ধর্ম নির্বিশেষে ভোটারদের কাছ থেকে অভুতপূর্ব সাড়া পচ্ছেন তিনি। তার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।এটাকে বাধা দেওয়ার জন্য একজন শক্তিশালী প্রতিপক্ষ যিনি নৌকার প্রার্থী তিনি চেষ্টা করছেন প্রচারণায় বাধা দেওয়ার। রাতের অন্ধকারে একটি কালো মাইক্রোবাসে গিয়ে দুর্বৃত্তদের পাঠিয়ে ঈগল প্রতীকের পোষ্টার ছিঁড়ে ফেলা , তার লোকদের হুমকী দেওয়া, এজেন্ট থাকলে তাকে জানে মেরে ফেলা সহ নানা হুমকী দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানে বসিয়েছিলেন সিংড়ার মানুষের কাজ করার জন্য। প্রধানমন্ত্রী বলেছেন অবাধ নির্বাচন হবে এবং জনগণ যাকে ইচ্ছ তাকে ভোট দেবে। প্রধানমন্ত্রী বলেছেন যে কেউ প্রার্থী হতে পারবে। তাই তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। ভোটাররা ভোট কেন্দ্রে যাবে এবং যাকে খুশি তাকে ভোট দেবে। এতে ভয় পাওয়ার কিছু নেই। তারা আতঙ্কিত হয়ে মানুষের ওপর দমন নিপীড়ন চালাচ্ছেন। কিন্তু সিংড়ার মানুষ ভয় পায় না, টাকার কাছে বিক্রি হয় না । তাদের সমস্ত অপচেষ্টা এড়িয়ে সিংড়ার মানুষের জয় হবেই।