নাটোরের সিংড়া শহর ছাত্রদল ও গুরুদাসপুর উপজেলা শাখা ছাত্রদলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার দুপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় আলাইপুরে এই দুটি ইউনিটের আহবায়ক কমিটি গঠন করা হয়। ছাত্রদলের জেলা কমিটির সভাপতি কামরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের সুজাউদ্দৌলা সুজনকে আহ্বায়ক ও আরিফুল ইসলাম রবিউলকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। অপরদিকে মুক্তার হোসেনকে আহ্বায়ক এবং উৎপল কুমারকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট সিংড়া শহর শাখা আহবায়ক কমিটি গঠন করা হয়।
এই কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে উপজেলা এবং শহর শাখার সকল ইউনিটের আহবায়ক কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু সদস্য সচিব রহিম নেওয়াজ ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন।