নাটোর প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় ইউপি সদস্যসহ ১০ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বুধবার গভীর রাতে উপজেলার কুমগ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, ইটালী ইউপির ৪নং ওয়ার্ড সদস্য মকবুল হোসেন, কুমগ্রামের মুকুল হোসেন, জাহিদুল ইসলাম, জিল্লুর রহমান, সিরাজ সরদার, সুনিল চন্দ্র, কলিম সরদার, উজ্জল কর্মকার, ছাতুয়া গ্রামের আরিফ ও ছোট চৌগ্রামের বিশ^নাথ দাস।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর-এ-আলম সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিকে কুমগ্রাম এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানকালে জুয়া খেলা অবস্থায় ১০ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ ৮ হাজার ২৫০ টাকা ও জুয়া খেলার সামগ্রী উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।