নাটোরের সিংড়ায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার ইটালী ইউনিয়নের বুনকুড়ি গ্রামে এই দূর্ঘটনা ঘটে। নিহতরা হলো বনকুড়ি গ্রামের আলী আকবরের ছেলে আরাফাত হোসেন (৬) ও আমিনুল ইসলামের ছেলে নুর নবী (৬)। তারা দুজনেই মামাতো ফুফাতো ভাই ছিলো। এছাড়াও তারা দুজনে স্থানীয় ব্র্যাক স্কুলের প্রথম শ্রেনীর শিক্ষার্থী ছিল।
নিহতের স্বজনরা ও এলাকাবাসী জানায়, আরাফাত ও নুর নবী দুজন সম্পর্কে মামাতো ফুফাতো ভাই। তারা সব সময় একসাথেই থেকে খেলাধুলা করতো। আজও দুপুরে তারা এক সাথেই খেলা করছিল। খেলা করার একপর্যায়ে সবার অগেচরে কোন এক সময় বাড়ির পাশে পুকুরে পড়ে ডুবে যায়। পরে দুই পরিবারের লোকজন দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। খোঁজাখুজির একপর্যায়ে স্থানীয়রা তাদের বাড়ীর পাশের পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে।
এ বিষয়ে ইটালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম ঘটনার সত্যটা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছেন এবং নিহত দুই শিশুর পরিবারের সদস্যদের সান্তনা দিয়েছেন।