নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে হাবিবুর রহমান (৪১) নামে এক মিষ্টি ব্যবসায়ী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে সিএনজি চালক সুদেব চন্দ্র। সোমবার সকাল পৌনে নয়টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের জামতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সোমবার সকাল পৌনে নয়টার দিকে বামিহালের দিক থেকে আসা একটি সিএনজি রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় উল্টে যায়। এতে ওই সিএনজির যাত্রী হাবিবুর রহমান এবং চালক সুদেব চন্দ্র আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাবিবুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত সিএনজি চালক সুদেব চন্দ্র সেখানে চিকিৎসাধীন রয়েছে। নিহত মিষ্টি ব্যবসায়ী হাবিবুর রহমান উপজেলার কুমগ্রামের হোসেন প্রাং এর ছেলে।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।