নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় নদীর পানিতে পড়ে সাগর আহমেদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে সিংড়ায় পৌরসভার জোলার বাতা ব্রীজে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত সাগর আহমেদ সিংড়া পৌর বাস স্ট্যান্ড এলাকার আব্দুল মান্নানের ছেলে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর এ আলম সিদ্দকি ও নিহতের পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার রাত ৮ টার দিকে বাড়ী থেকে বের হয়ে জোলার বাতা ব্রীজে ময়লা ফেলতে যায়। এ সময় অসাবধানতাবসত সাগর ব্রীজ থেকে নদীর পানিতে পড়ে যায়। অনেক সময় সে বাড়ীতে ফিরে না আসলে পরিবারের সদস্যরা সাগরের খোঁজাখুজি শুরু করেন। এসময় স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন সাগর ব্রীজের কাছে দাঁড়িয়ে ছিল। পরে এলাকাবাসী নদীতে নেমে সাগরকে খোঁজতে শুরু করে। এরই একপর্যায়ে রাত ১০ টার দিকে সাগরের দেহ তারা পানিতে খুজে পেলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মেদেহটি উদ্ধার। পরে পরিবার সহ এলাকার জনপ্রতিনিধিদের সাগরের মৃত্যুর বিষয়ে অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।