নাটোরের সিংড়ায় বন্যার্ত একশো পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে জেলা পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার জোরমল্লিকা এলাকা থেকে এই ত্রাণ বিতরণ শুরু করেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, সিংড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জামিল আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী। বন্যা দূর্গত এলাকায় পুলিশের স্প্রিড বোড নিয়ে পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশের একটি টিম বন্যার্তদের বাড়ী বাড়ী গিয়ে তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। এ সময় পুলিম সুপার লিটন কুমার সাহা বলেন দূর্গত এলাকার মানুষের যেকোন প্রয়োজনে তারা যেন সরাসরি তার সাথে যোগাযোগ করেন। যতক্ষন সম্ভব পুলিশ সদস্যরা ক্ষতিগ্রস্তদের পাশে থাকার চেষ্টা করবেন।