নাটোরের সিংড়ায় বন্যার্ত মানুষের কাছে সরকারের মানবিক সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসক। আজ শনিবার দুপুরে বন্যা উপদ্রুত এলাকার আশ্রয় কেন্দ্রগুলোতে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পৌঁছে দিলেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাসরিন বানু, নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু রায়হান সহ প্রশাসনের কর্মকর্তারা।
জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ বলেন, উপজেলার একটি পৌরসভা ও ৮টি ইউনিয়ন এলাকায় খোলা হয়েছে ২০টি আশ্রয় কেন্দ্র। আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নেয়া শিশুদের জন্য শিশু খাদ্য সরবরাহ করা হচ্ছে। এলাকায় কর্মরত সরকারী স্বাস্থ্য কর্মীরা আশ্রয় কেন্দ্রে অবস্থানকারী ব্যক্তিদের স্বাস্থ্য ব্যবস্থাপনা মনিটর করবেন এবং প্রয়োজনে অসুস্থ্যদের চিকিৎসায় পদক্ষেপ গ্রহন করবেন। শনিবার সিংড়া পয়েন্টে আত্রাই নদীর পানি বিপদসীমার ৮৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার্তদের দূর্দশা লাঘবে প্রশাসন নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাবে।