নাটোরের সিংড়ায় বন্যা ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে উন্নত মানের তাঁবু বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সিংড়া পৌরসভা চত্বরে মিয়ানমার রহিঙ্গা রিফিউজি অরগানাইজেশন (এমআরআরও) প্রোগ্রাম থেকে ১৪০টি পরিবারের মাঝে এই তাঁবু বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নাটোর জেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নাটোর ইউনিটের চেয়ারম্যান এডভোকেট সাজেদুর রহমান খান, নাটোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও রেডক্রিসেন্ট নাটোর ইউনিটের ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান রেডক্রিসেন্টের কার্যনির্বাহী সদস্য ইসাহাক আলী, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুৃল ফেরদৌস, নাটোর রেডক্রিসেন্টের সেক্রেটারী জালাল উদ্দিন, রেডক্রিসেন্টের কার্যনির্বাহী সদস্য কামাল উদ্দিন মোল্লা, রেডক্রিসেন্ট নাটোর ইউনিটের ইউএলও আকতার হোসেন মিঠু, এমআরআরও প্রোগ্রামের প্রতিনিধি সাইফুল ইসলাম সহ যুব রেডক্রিসেন্ট সদস্য ও উপকারভোগীরা ।