নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় রাকিবুল ইসলাম (০৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ শনিবার দুপুরে উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের তালহারা গ্রামে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত রাকিবুল ইসলাম রামানন্দ খাজুরা ইউনিয়নের তালহারা গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে।
নিহতের পরিবারের সদস্য ও এলাকাবাসী জানান, মাটি কাটার ভেকু মেশিন দিয়ে রাকিবুলের বাড়ীর অদুরে একটি পুকুর কাটা হচ্ছে। মেশিনটি দেখার জন্য রাকিবুল তার মায়ের কাছে অনুমতি নিয়ে তা দেখতে যায়। কিছু সময় পর রাকিবুল পুকুর পাড় থেকে বাড়ীতে ফেরার পথে পুকুরের মাটি বহনকারী একটি ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এতে রাকিবুল গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে আহত অবস্থায় রাকিবুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাবার পথে তার মৃত্যু হয়।
উপজেলা নির্বাহী অফিসার এমএম সামিরুল ইসলাম জানান, গত কয়েকদিন থেকে ভেকু দ্বারা পুকুর খনন বন্ধে অভিযান অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন। আজকেও ইটালী ও রামানন্দ খাজুরা ইউনিয়নে অভিযান চালিয়ে ভেকুর ব্যাটারী জব্দ করা হয়েছে। এ বিষয়ে সিংড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে-এ-আলম সিদ্দিকী ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।