নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় সাদিয়া আক্তার নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার ভাগনাগরকান্দি গ্রামের তার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ১৬ বছর বয়সী সাদিয়া একই এলাকার শাহাদাৎ হোসেনের মেয়ে। সে চলতি বছর ভাগনগরকান্দি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
সিংড়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ও নিহতের স্বজনরা জানায়, ছয়-সাত মাস আগে পার্শ্ববর্তী এলাকায় সাদিয়ার বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের দুই দিনের মাথায় তার সংসার ভেঙ্গে যায়। তারপর থেকেই সাদিয়া মানষিক অশান্তিতে ছিল। সোমবার রাতে খাওয়া দাওয়া শেষে প্রতিদিনের মত নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। পরে মঙ্গলবার সকালে তার কোনও সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায় স্বজনরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। প্রাথমিকভাবে মৃত্যুর কোন কারণ জানাতে পারেনি পুলিশ।