নাটোর প্রতিনিধি:
নাটোরের সিংড়া থেকে একটি বিদেশী পিস্তল ও একটি ম্যাগজিনসহ সোহান মোল্লা নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব-৫। আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার বিলদহর বাজার থেকে অস্ত্র সহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহান মোল্লা উপজেলার কালিনগর গ্রামের হামিদ মোল্লার ছেলে।
র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মাসুদ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিলদহর বাজারে অভিযান চালায় র্যাবের একটি অপারেশন দল। অভিযানকালে বাজারে দাঁড়ীয়ে থাকা সোহান মোল্লা র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় র্যাব সদস্যরা তার পিছু নিয়ে তাকে গ্রেফতার করে। পরে তার দেহ তল্লাশী করে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহান মোল্লা অস্ত্র বিক্রয়ের জন্য বাজারে অপেক্ষা করছিল বলে স্বীকার করে বলে জানান তিনি। পরে গ্রেফতারকৃত সোহান মোল্লার নামে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়।