নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে হত্যা,অস্ত্র, চাঁদাবাজী ও মাদক মামলার পলাতক আসামী সন্ত্রাসী সজীবকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আজ বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস এলাকার একটি বাড়ি থেকে সজীবকে আটক করা হয় । আটককৃত সজীব নাটোর সদর উপজেলার দত্তপাড়া মহল্লার রাইজুল ইসলামের ছেলে।
এলাকাবাসী জানায়, বিকেল ৩ টার দিকে এলাকাবাসী জানতে পারেন স্থানীয় মাদক সেবী রিংকুর বাড়িতে তিনজন সন্ত্রাসী অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে তারা তাদের ধরতে ওই বাড়িটি ঘেরাও করে। পরে বাড়ির ভিতরে ঢুকে সজীবকে ধরতে পারলেও অন্য দুইজন পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা সন্ত্রাসীরা সজীবকে আটক করে গণধোলাই দেয়। পরে বনপাড়ার সেনা ক্যাম্পের সেনা সদস্য ও বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশকে সংবাদ দিলে সজিবকে তাদের হাতে সোপর্দ করে।
বড়াইগ্রামের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,সন্ত্রাসী সজীবের বিরুদ্ধে দত্তপাড়ার যুবলীগ নেতা হাসান হত্যা মামলা সহ বেশ কয়েকটি হত্যা, অস্ত্র, চাঁদাবাজি, মাদক সহ অনেক মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।