নাটোরের হাট বাজারগুলোতে মানা হচ্ছেনা সামাজিক নিরাপদ দুরত্ব। শহরের প্রধান কাঁচা বাজার নিচাবাজারের কোন দোকানেই নেই তার দৃশ্য। এর বাহিরেও যেকোন সামাজিক বা অন্য কোন সংগঠনের পক্ষ থেকে কোন ত্রান সামগ্রী বিতরনের সময়ও মানা হচ্ছে না এই আইন। মুদিখানা দোকান সহ কাঁচা বাজারে কোন বিক্রেতাদের হাতে নেই গ্লোভস। এভাবেই তারা মালামাল সহ টাকা পয়সা লেনদেন করে চলেছেন। দোকানের সামনে নিরাপত্তার জন্য নিরাপদ দুরত্বের চিহ্ণ দেওয়া থাকলেও তাতে সাধারনের কাছে নেই কোন গুরুত্ব।
নিরাপদ দুরত্ব বজায় রাখতে বাজারে আইন শৃংখলা বাহিনীর সদস্যদের নির্দেশনাও মানছে না অধিকাংশ মানুষ। সকাল বেলা নিচাবাজারের এক অংশে দায়িত্ব পালন করা এক পুলিশ সদস্যের কাছে নিরাপদ দুরত্ব বজায় রেখে বাজারে ক্রেতা বিক্রেতাদের মধ্যে কোন আগ্রহ দেখা যাচ্ছেনা এ বিষয়ে আপনাদের কিছু করার আছে কিনা তা জানতে চাইলে তিনি বলেন, মানুষজনকে বুঝাতে বুঝাতে হাঁফসে গেছেন। আর কত নিষেধ করবো। একদিক থেকে নিষেধ করে আরেক দিকে ঘুড়তেই তারা তাদের মতকরে শুরু করেন। কোন আইন তারা মানতে রাজি নয়। আমাদের এছাড়া আর কিছুই করার নাই। নিজের জিবনের ও দেশের মানুষের কথা চিন্তা করে আমাদেরই দুরে চলে যাওয়া উচিৎ।