নিজস্ব প্রতিবেদক:
নাটোরের হালতি বিলে শামুক সংগ্রহ করার সময় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরো দুইজন। আহতের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার সকালে নলডাঙ্গা উপজেলার হালতিবিলে এই দূর্ঘটনা ঘটে। নিহতরা হল, নলডাঙ্গা উপজেলার খোলাবাড়িয়া গ্রামের নুর হোসেন মণ্ডলের ছেলে মোমিন হোসেন এবং নওগাঁ জেলার আত্রাই উপজেলার ক্ষুদ্র পারবিশা গ্রামের সাদেক আলী ছেলে রায়হান আলী। আহতরা হল, নলডাঙ্গার মৃত কাফাজ উদ্দিনের ছেলে সেন্টু মিয়া ও রংপুর জেলার মকবুল হোসেন।
নলডাঙ্গা থানার কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও স্থানীয়রা জানান, নলডাঙ্গা উপজেলার হালতিবিলে নৌকা নিয়ে কয়েকজন মিলে শামুক সংগ্রহ করতে যায়। শামুক সংগ্রহ করার সময় হঠ্যৎ বজ্রপাতে ঘটনাস্থলে মোমিন হোসেন নামে একজনের মৃত্যু হয়। এ সময় নৌকায় থাকা আরও একজন আহত হয়। অপরদিকে বিলের মধ্যে আরো কয়েকজন শামুক সংগ্রহ সহ মাছ ধরছিল কয়েকজন ব্যাক্তি সেকানেও বজ্রপাতে রায়হান আলী নামে আরো একজনের মৃত্যু হয় এবং একজন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্যে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে খবর পেয়ে নিহতদের পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে তাদের বাড়ীতে নিয়ে যায়।