নাটোরের নাটোর ও সিংড়া পৌর এলাকায় তৃতীয় দফা সহ জেলার ৮টি পৌরসভা এলাকায় ৭ দিনের লকডাউন চলছে ঢিলেঢালাভাবে। রবিবার ৫ম দিন সকাল ৬টা থেকে লকডাউন কার্যকর করতে ও আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনের সদস্যরা মাঠে নেমেছে। প্রতিটি গুরুত্বপূর্ন মোড়ে মোড়ে সহ টহল টিম রয়েছে পৌর এলাকায়। এছাড়াও জেলা প্রশাসনের ভ্রাম্যামান আদালত রয়েছে মাঠে। এতো অভিযানের পরও সাধারন মানুষ সরকারী নির্দেশনা মানতে নারাজ। ঢিলেঢালা হয়ে পড়ছে এই লকডাউন। প্রতিদিনই বেলা বাড়লে ইজিবাইকসহ ব্যাটারি চালিত হালকা যানবাহন ও রিক্সা চালকরা কোন তোয়াক্কা করছেন না।
এদিকে গত ২৪ ঘন্টায় নাটোর সদর হাসপাতালে করোনা ইউনিটে ৪ জন রোগী মারা গেছেন। এদের মধ্যে ৩ জন করোনা রোগী ও একজনের করোনা উপসর্গ ছিলো। এখন পর্যন্ত জেলায় করোনায় মোট মৃত্যু ৪৮ জনের। গত ২৪ ঘন্টায় নাটোরে নতুন করে ১৩১ জন আক্রান্ত হয়েছে। নমুনা পরীক্ষা করা হয় ২৯৮ জনের। সংক্রমনের হার গত দিনের চেয়ে ১৫ শতাংশ বেড়ে হয়েছে ৪৩.৯৫ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ৩৪৬৯ জন। সদর হাসপাতালের ৫০ শয্যার করোনা ইউনিটে রোগী ভর্তি রয়েছেন ৭০ জন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১৬৬৩ জন।