নিজস্ব প্রতিবেদক:
নাটোরে অজ্ঞাত এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর পৌনে তিনটার দিকে শহরের কান্দিভিটা এলাকার একটি নির্মানাধীন গোডাউনের ভিতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ ও স্থানীয়রা জানান, কান্দিভিটা এলাকায় বিএনপি নেতা বাবুল চৌধুরী একটি গোডাউন নির্মানের কাজ চলছে। দুপুরে ওই গোডাউনের ভিতরের একটি কক্ষের কোনায় অজ্ঞাত এক যুবতীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে সুরৎহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহটি ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। নিহতের পরিচয় শনাক্তের কাজ শুরু করেছে পুলিশ। তবে ওই যুবতী কিভাবে এখানো এসেছে বা কিভাবে তার মৃত্যু হয়েছে তা জানাতে পারেনি পুলিশ। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারন জানা যাবে। পুলিশ ঘটনার কারন জানতে তদন্ত শুরু করেছে।