নাটোরে অটো রিক্সার ধাক্কায় মফিজ উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। আজ রবিবার সকালে নাটোর-রাজশাহী সড়কের চাঁনপুর এলাকায় এই দুঘর্টনাটি ঘটে। নিহত মফিজ উদ্দিন নাটোর সদর উপজেলার চাঁনপুর গ্রামের আজিম উদ্দিনের ছেলে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ রবিবার সকাল ৮টার দিকে চাঁনপুর গ্রামের আলহাজ মফিজ উদ্দিন সড়ক পার হওয়ার সময় রাজশাহীমুখী একটি দ্রুতগামী অটো রিক্সা (ইজিবাইক) তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত মফিজ উদ্দিনকে প্রথমে স্থানীয় আমজাদ খান মেমোরিয়াল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।