নিজস্ব প্রতিবেদক:
নাটোরে অটো রিক্সার ধাক্কায় বিমল পাল নামে এক বৃদ্ধ পথচারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে শহরতলীর দিঘাপতিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বিমল পাল দিঘাপতিয়া এলাকার মৃত বৃন্দাবন পালের ছেলে ও পেশায় একজন মিষ্টি তৈরির কারিগর ছিলেন।
নাটোর সদর থানার উপ- পরিদর্শক কৃষ্ণ মোহন সরকার ও নিহতের পারিবারের সদস্য সহ স্থানীয়রা জানায়, প্রতিদিনের মত আজ সকালেও বাড়ী থেকে বের হয়ে শহরে তার কর্মস্থলে যাচ্ছিলেন তিনি। পথে দিঘাপতিয়া এলাকায় রাস্তা পারাপার হওয়ার সময় পিছন দিক থেকে একটি অটোরিক্সা তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর জখম হন। ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে পথেমধ্যে বিমল পালের মৃত্যু হয়। এদিকে স্থানীয়রা অটো রিক্সা সহ চালককে আটক করে রাখলেও নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় অটো রিক্সা সহ চালককে ছেড়ে দেয় স্থানীয়রা।