নিজস্ব প্রতিবেদক:
নাটোরে অটো রিক্সা ছিনতাই চক্রের সদস্য সবুজ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছিনতাইকৃত দুইটি অটোরিক্সা উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বৃহস্পতিবার বিকেলে নাটোর সদর থানায় এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।
বিফ্রিং এ পুলিশ জানায়, গত ১২ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে শহরের বড়হরিশপুর বাইপাস হতে ধলাট গ্ৰামে যাওয়ার কথা বলে রাব্বেল হোসেনের ব্যাটারি চালিত রিকশায় উঠে সবুজ ও তার সহযোগী। পথে জয়নগর ব্রীজের পাশে ফাঁকা জায়গায় চালক বাব্বেলের মাথায় হাতুরী দিয়ে আঘাত করে। এ সময় রাব্বেল রিক্সা থেকে পড়ে গেলে অপর একজন তার কাছে থাকা চাকু দিয়ে রাব্বেলের পেটে আঘাৎ করে রিক্সাটি নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত রাব্বেলকে রক্তাক্ত উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এই ঘটনায় আহত রাব্বেলের মা রাবেয়া খাতুন বাদী হয়ে ঘটনার পর দিন নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে শহরের বড়হরিশপুর পুলিশ লাইনস এলাকার রমজান আলীর ছেলে সবুজ হোসেনকে তার বাড়ী থেকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় ছিনতাইকৃত দুইটি অটোরিক্সা।