নিজস্ব প্রতিবেদক:
নাটোরের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান দিঘাপতিয়া এম কে কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুর বারোটায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ সভা প্রধানের দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার লিটন কুমার সাহা, নাটোর জজকোর্টের পিপি এডভোকেট সিরাজুল ইসলাম, শিক্ষাবিদ সুবীধ কুমার মৈত্র, সচেতন নাগরিক কমিটি নাটোর জেলা কমিটির সভাপতি রনেন রায়, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ নাটোর জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট খগেন্দ্র নাথ রায় প্রমুখ।
অনুষ্ঠানে কলেজ কতৃপক্ষ কর্তৃক প্রকাশিত একটি মনোরম স্যুভেনীড়ের মোড়ক উন্মোচন করা হয়। অধ্যক্ষ আব্দুর রাজ্জাক কর্মময় জীবনের স্মৃতিচারণমূলক বক্তব্য দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন।
অনুষ্ঠানে বক্তারা অধ্যক্ষ আব্দুর রাজ্জাককে সফল শিক্ষাবিদ এবং সমাজকর্মী হিসেবে উল্লেখ করে বলেন, আলোকিত এই মানুষ এই সময়ের তরুণ প্রজন্মের কাছে অনুসরণীয়। অবসর গ্রহনের পরেও তিনি শিক্ষার বিস্তার এবং সমাজ কল্যাণমূলক কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত রাখবেন।
উল্লেখ্য, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক দিঘাপতিয়া এম কে কলেজে ৩৩ বছর শিক্ষকতা করেছেন এবং অধ্যক্ষের দায়িত্ব গ্রহন করে কলেজকে শিক্ষাসহ বিভিন্ন কর্মকান্ডে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এবং জেলার শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করেছেন । তিনি জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, খেলাঘরের প্রতিষ্ঠাতাসহ টিআইবি, ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরীর সাথে জড়িত।