নাটোর প্রতিনিধি:
মুজিব বর্ষ উপলক্ষে প্রতিভা অন্বেষনে নাটোরে অনুষ্ঠিত হয়েছে অনুর্ধ্ব-১৬
বিভাগীয় এ্যাথলেটিকস বাছাই কার্যক্রম। সকালে নাটোর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বাংলাদেশ এ্যাথলেটিকস
ফেডারেশনের আয়োজনে স্থানীয় শংকর গোবিন্দ চৌধুরি স্টেডিয়ামে এই বাছাই
কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী বিভাগের আটটি জেলার এ্যাথলেটিকসরা
অংশ গ্রহন করে। দৌড়, জাম্প এবং থ্রো এই তিনটি ইভেন্টে আট জেলা থেকে মোট
২০জন খেলোয়ার বাছাই করা হয়। বাছাই করা এই ২০জনকে আগামী ১৪দিনের আবাসিক
প্রশিক্ষণ প্রদান করা হবে। পরে খেলোয়ারদের উদ্যোশে বক্তব্য দেন, বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মুন্টু,জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ।
এছাড়া এ্যাথলেটিকসের জাতীয় কোচ ইকবাল নুরী, কোর্স কো অডিনেটর মিজানুর রহমান মিজান উপস্থিত ছিলেন।