নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গা থেকে অপহরণ মামলার পলাতক আসামী মোঃ আশিক হোসেনকে গ্রেফতার করেছে র্যাব-৫। গত রাত ৩ টার দিকে উপজেলার বুড়িরভাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্ৰেফতারকৃত আশিক হোসেন বুড়িরভাগ গ্ৰামের সুমন ইসলামের ছেলে। আজ শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র্যাব-৫ এর কোম্পানী অভিনায়ক মেজর আশিকুর রহমান ।
কোম্পানী অভিনায়ক মেজর আশিকুর রহমান জানান, আশিক হোসেন প্রতিনিয়ত ভিকটিমকে নানাভাবে বিরক্ত করা সহ প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি নিয়ে একাধিকবার আশিকের অভিভাবকদের জানানো হয়। কিন্তু তারা কেউ কোন কর্ণপাত করেনি। গত ২৯ আগষ্ট সকালে ভিকটিম বাড়ী থেকে বের হলে আশিক ও তার সহযোগীরা ভিকটিমকে অপহরণ করে নিয়ে যায়। ঘটনাটি এলাকায় জানাজানি হলে ভিকটিমের পরিবারের সদস্যরা বিভিন্নস্থানে খোঁজাখুজি শুরু করেও তাদের কোন সন্ধ্যান পায়না। পরে ভিকটিমের বাবা বাদী হয়ে আশিক হোসেনকে প্রধান আসামী করে অজ্ঞাতদের বিরুদ্ধে থানায় একটি অপহরন মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ আশিক হোসেনর এক আত্মীয়ের বাড়ী থেকে ভিকটিমকে উদ্ধার করলেও আশিক পালিয়ে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ নাটোর ক্যাম্পের উপ অধিনায়ক নুরল হুদার নেতৃত্ব র্যাবের একটি অপারেশন দল উপজেলার বুড়িরভাগ এলাকায় অভিযান চালিয়ে আশিককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আশিক হোসেনকে সকালর নলডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।