নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরে দুইশ’ অসহায় পরিবারের মাঝে বসতবাড়ি নির্মাণের উপকরণ বিতরণ করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সুবিধাভোগী প্রত্যেক পরিবারের মাঝে এক বান্ডিল করে ঢেউটিন এবং তিন হাজার টাকার চেক বিতরণ করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এছাড়া সদর ও নলডাঙ্গা উপজেলার সামাজিক অবকাঠামো উন্নয়নে ৩০টি প্রকল্পের অনুকূলে ১কোটি ২০ লাখ টাকার চেক বিতরন করেন তিনি।
অনুষ্ঠানে সংসদ সদস্য শিমুল বলেন, জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রিয় ক্ষমতায় আসার পর সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেনে। যেভাবে এই দেশের উন্নয়ন করেছেন। তাতে অল্প সময়ে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আজ সবক্ষেত্রে উন্নয়নের ধারা অব্যাহত আছে। নাটোরের মানুষকে বঙ্গবন্ধু ভালোবাসতেন। সেই ভালোবাসা আমাদের প্রধানমন্ত্রীও বুকে আকড়ে ধরে রেখেছেন। প্রধানমন্ত্রীর কাছে নাটোরের মানুষদের জন্য কিছু চাইলেই তিনি সাথে সাথে তা দিয়ে দেন। তার দেওয়া উপহার আমি আপনাদের হাতে পৌছে দিই। যতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন ততদিন নাটোরের মানুষ নিরাপদে এবং নিশ্চিন্তে জীবনযাপন করবেন। সবশেষে প্রধান মন্ত্রীর জন্য দোয়া কামনা করেন।