নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার দরিদ্র-অসহায় ১১৯ ব্যক্তিকে পাঁচ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে। আজ সোমবার দুপুর বারোটায় নাটোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপকারভোগীদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল তাঁর স্বেচ্ছাধীন তহবিলের অনুদানের চেক হস্তান্তর করেন।
নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফরোজা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও নাটোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম আনু ।
একই অনুষ্ঠানে দুইটি উপজেলার ১০টি মসজিদ ও মাদ্রাসার অনুকূলে মোট তিন লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন সংসদ সদস্য শিমুল।
সংসদ সদস্য শিমুল বলেন, জননেত্রী শেখ হাসিনা মানবতার মা। তিনি বাংলাদেশকে সমৃদ্ধ এবং মানবিক রাস্ট্র হিসেবে গড়ে তুলতে চান। তাঁর এই লক্ষ্য অর্জনে আমরা সব সময় অসহায় মানুষের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো।