নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে বিএনপি-জামায়াতের ডাকা হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ। আজ রবিবার দুপুরে চাঁচকৈড় বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে দলীয় নেতা কর্মিরা। মিছিলটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে বাজার এলাকায় ফিরে যায়। পরে তারা সেখানে এক সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তব্য রাখেন, নাটোর-৪ আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী সদ্য প্রয়াত সংসদ সদস্য অধ্যপক আব্দুল কুদ্দুসের ছেলে আসিফ আব্দুল্লাহ বিন শোভন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিনসহ স্থানীয় আাওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় বক্তরা বিএনপি জামায়াতের সান্ত্রাসী কার্যক্রম রুখে দেবার ঘোষণা দেন। সেই সাথে শনিবারের সন্ত্রাসী কর্মকান্ডের জড়িতদের গ্রেফতার ও বিচার দাবি করেন।