নিজস্ব প্রতিবেদক:
বিএনপির ডাকা অবরোধ কর্মসুচির প্রতিবাদে নাটোরে শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। আজ মঙ্গলবার দুপুরে শহরের কানাইখালী এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা আওয়ামী লীগের নেতা কর্মিরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নাটোর প্রেসক্লাব চত্তরে গিয়ে শান্তি সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, সহসভাপতি উমা চৌধুরী জলি সহ নেতাকর্মিরা।
এ সময় বক্তারা বলেন, নাটোরবাসী এই অবরোধ কর্মসুচি প্রত্যাখ্যান করেছে। বিএনপি জামায়াত দেশে নৈরাজ্য সৃষ্ঠি করতে আবারো পায়তারা শুরু করেছে। তারা যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ শুরু করেছে। তাদের এই সকল কর্মকান্ডকে প্রতিহৃত করে জনগনের যান মালের নিরাপত্তা দিতে জেলা আওয়ামী লীগ সর্বত্র প্রস্তুত আছে। কোন বিএনপির নেতা কর্মিকে মাঠে নামতে দেওয়া হবেনা বলেও হুশিয়ারী দেন নেতা কর্মিরা।